banner image
banner image

নিষিদ্ধ হল গণফোরামের সভা






করোনা ভাইরাসের প্রভাবের জন্য আরামবাগে অবস্থিত গণফোরাম কার্যালয়ের সব সভা নিষিদ্ধের নোটিস দেওয়া হল।
আজ শুক্রবার গণফোরামের আহবায়ক কমিটি সাধারন সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারীর আকার ধারন করে ফেলেছে। তাই বাংলাদেশের সরকার এবং প্রশাসন সকল প্রকার গনজমায়েত না করার জন্য বিশেষ ভাবে সতর্ক করেছেন।
তাই পরবর্তী কোন নোটিস না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা নিষিদ্ধ করেছেন গণফোরাম কার্যালয়।
গণফোরাম কার্যালয়ের দলীয় কোন্দল যথেষ্ট তীব্র রূপ ধারন করে ছিলো।
 গতকাল দলের অনেক জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠনের বিজ্ঞপ্তি পাঠানো হয়। যাতে কামাল হোসেনের অনুমোদনের স্বাক্ষর ছিল। যে তালিকায় গণফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, আবু সাইয়িদসহ অনেকে বাদ পড়েছেন। বাদ পড়া নেতারা গতকালই বিকেলে গণফোরাম কার্যালয়ে একটি সভা করে তাতে আগামী ১৪ মার্চ বর্ধিত সভা ডেকেছেন। যে সভা এই কার্যালয়েই বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা।আবু সাইয়িদ বলেছেন দেশের সকল স্কুল , সকল কার্যালয় যেমন খোলা আছে , ঠিক তেমনি গণফোরাম কার্যালয় ও খোলা থাকবে।
আগামীকাল যথেষ্ট সময়ে সভা অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন তিনি।
নিষিদ্ধ হল গণফোরামের সভা নিষিদ্ধ হল গণফোরামের সভা Reviewed by googlenews on March 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.